বাহিরের পণ্য প্যাকেজে বিক্রয় : টিসিবির সেই ডিলারকে শোকজ

বাহরিরে পণ্য প্যাকজেে বক্রিয় : টসিবিরি সইে ডলিারকে শোকজ

চট্টগ্রাম (হাটহাজারী) : টিসিবির পণ্য নয় অথচ ক্রেতাসাধারণকে প্যাকেজ আকারে কিনতে বাধ্য করায় শোকজ করা হয়েছে টিসিবির ডিলার মেসার্স জননী ষ্টোরকে।

রোববার (২ মে) টিসিবি চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ নোটিশে টিসিবি’র পণ্যের সাথে অন্য পণ্য বিক্রি করা, ক্রেতা সাধারণকে টিসিবির পণ্যের বাইরে অন্য পণ্য ক্রয়ে বাধ্য করা এবং প্যাকেজ আকারে টিসিবির পণ্য বিক্রি করায় চুক্তিনুযায়ী জামানত বাজেয়াপ্ত করে কেন ডিলারশীপ বাতিল করা হবেনা মর্মে ৬মে র মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

আরো পড়ুন : চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
আরো পড়ুন : খাগড়াছড়িতে সাংবাদিকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

উল্লেখ্য গত ২৮ এপ্রিল হাটহাজারী উপজেলা শহীদ মিনারের সামনে মেসার্স জননী ষ্টোর টিসিবি’র ৩ টি পণ্য চিনি, মশুর ডাল ও সয়াবিন তেলের সাথে রাজধানী ব্রান্ডের চা পাতা (যা টিসিবি’র পণ্য নয়)সহ চার ধরণের পণ্য প্যাকেজ আকারে বিক্রয় এবং ক্রতা সাধারাণকে ক্রয়ে বাধ্য করেছেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ছদ্মবেশে ক্রেতা পাঠিয়ে তার সত্যতা পান। পরে টিসিবি কর্তৃপক্ষের নিকট অভিযোগ দেন।

সত্যতা নিশ্চিত করেন নির্বাহী অফিসার রুহুল আমিন।