রাস্তায় গাড়ি রাখলে চাঁদা আদায় চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার চট্টগ্রামে

আটক চাঁদাবাজ ফারুক

চট্টগ্রাম : সড়কে গাড়ী দেখলেই হামলে পরেন তারা। পরে গাড়ী প্রতি আদায় করেন অন্তত ১শ টাকা। এমন সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মো. ফারুক(৩৫) আকবরশাহ থানার পাক্কার মাথা লতিফপুর এরশাদের বাড়ির আব্দুর রউফের ছেলে।

আরো পড়ুন : আপাতত করোনার টিকা নিবন্ধন স্থগিত
আরো পড়ুন : টিসিবির পণ্য দোকানে বিক্রয়কালে জব্দ, ডিলারশীপ বাতিলে সুপারিশ

বৃহস্পতিবার (৬ মে) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, গাড়িতে চাঁদাবাজি করার একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের নেতা মো. ফারুককে গাড়িচালকদের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চাঁদা উত্তোলনের নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় কয়েকজন চাঁদাবাজ পালিয়ে গেছে।

ফারুক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। চাঁদাবাজরা বিটাক ও সফি মোটরস রোডে অবস্থান করা গাড়ির চালকদের কাছ থেকে ১০০ টাকা চাঁদা নিয়ে থাকে। বাকি চাঁদাবাজদের গ্রেফতারের বিশেষ অভিযান অব্যাহত আছে বলেও জানান ওই কর্মকর্মা।

শেয়ার করুন