নারী কেলেঙ্কারীতে হেফাজত নেতাদের মুখোশ খুলছে

চট্টগ্রাম : মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলামের নাম দিয়ে হেফাজত নেতারা সহজ সরল নারীদের সাথে প্রতারণায় মেতে উঠেছেন। ছলে, বলে, কৌশলে অনেক নারীর দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সম্ভ্রম হানি করেছেন। ইজ্জতের ভয়ে ভুক্তভোগী সেসব নারীরা ভন্ড প্রতারক হেফাজত নেতাদের ব্যাপারে মুখ বুজে ছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। নারী কেলেঙ্কারীতে ভন্ড প্রতারক হেফাজত নেতাদের মুখোশ খুলে যাচ্ছে। একের পর এক নারী কেলেঙ্কারীতে হেফাজত নেতারা ফেঁসে যাচ্ছেন।

শনিবার (৮ মে) নগরীর শেরশাহ কলোনি মিনার রোডে ২নং জালালাবাদ ওয়ার্ড ‘সি’ ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে এলাকার ৩’শ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

‘সি’ ইউনিট আওয়ামীলীগের সভাপতি লোকমান হাকিম কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য বেলাল আহমেদ, আওয়ামীলীগ নেতা মো. ইসা, কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফরিদ আহমেদ চৌধুরী, মো. ইয়াকুব, আবদুল কুদ্দুস বাপ্পী, মাসুদ আলম, মাহাবুব আলম রিপন, আতাউর রহমান টিটু, তৌহিদ আহমদ, আবদুর রহমান, এনামুল হক বাবুল, বাহার উদ্দিন বাহার, যুবলীগ নেতা শামসুদ্দিন বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সালাউদ্দিনসহ সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন