বিরল প্রজাতির উড়ন্ত কাঠবিড়াল অবমুক্ত

বান্দরবান : লোকালয়ে ধরা পড়া বিরল প্রজাতির একটি উড়ন্ত কাঠ বিড়াল (উড়ুক্কু কাঠবিড়াল) বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৮ মে) বিকেলে বান্দরবান সদরের তারাছা রেঞ্জের হাংসামা বনে বিরল প্রজাতির এই উড়ন্ত কাঠবিড়াল অবমুক্ত করেছে বন বিভাগ।

এসময় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান সাংবাদিকদের জানান, কাঠ বিড়াল সদৃশ উড়তে পারা এ প্রাণীটিকে স্থানীয়ভাবে উড়ন্ত কাঠবিড়াল বলা হয়ে থাকে। মূলত এটি বিরল প্রজাতির প্রাণী।

আরো পড়ুন : সাবধান! দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত
আরো পড়ুন : আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণ, নিহত ৪০

পাল্পউড বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ এর সদস্যরা স্থানীয় লোকালয়ে উড়ন্ত বনবিড়াল ধরা পড়ার বিষয় অবগত করেন। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দল পাঠিয়ে ওই লোকালয় থেকে নিয়ে এসে উড়ন্ত কাঠ বিড়ালটি হাংসামা বনে অবমুক্ত করা হয়েছে। এর আগেও লোকালয়ে ধরা পড়া বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর ও বিভিন্ন সময়ে বনে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।