
চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের উন্নয়নকল্পে আমাদের মাঝে যে ভিশন ২০৪১ ছুঁড়ে দিয়েছেন তা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের সদস্যদেরকে এক ও অভিন্নভাবে কাজ করার জন্য সচেষ্ট থাকতে হবে।
চট্টগ্রাম : শুক্রবার (৫ মে) সকালে) সিটি বিশ্ববিদ্যালয় কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সদ্য ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত ইরফানূল আলম জিকু ছাত্রলীগের সকল নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান।
সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী ছাত্র ইরফানূল আলম জিকু কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হওয়ায় এবং নীলফামারী জেলার সাংগঠনিক দায়িত্ব লাভ করায় সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্রসংসদের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
ছাত্র সংসদের ভিপি রাজীব হাসান রাজনের সভাপতিত্বে এবং কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুল খালেকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিম জিল্লু,মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সহ-সভাপতি আ.ফ.ম. সাইফুদ্দিন, নাঈম রনি, মহানগর ছাত্রলীগের পরিকল্পনা ও কর্মসূচী বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন সানি, সহ-সম্পাদক আবু সালেহ নূর রিমন, জাকারিয়া হাবিব জাবির প্রমুখ।
উল্লেখ্য, সাংগঠনিক জীবনে জিকু কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ও পরবর্তিতে মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।