
চট্টগ্রাম: বাঁশখালীর পুকুরিয়ায় সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে চকরিয়াগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
সোমবার (১০ মে) সকাল ১১টার দিকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা।
দুই নারীসহ নিহত ৩ জন ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।