রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট বৃদ্ধ কৃষকের মৃত্যু

নিহত কাজী আবুল কাশেম

চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) : উপজেলার ত্রিপুরা সুন্দরী গ্রামে নিজের ধানক্ষেতে কাজ করার সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক বৃদ্ধ কৃষক মারা গেছেন। তাঁর নাম কাজী আবুল কাশেম (৬৫)।

রোববার (১৬ মে) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে কাজী মো. মহসিন জানান, ‘সকালে কৃষিজমিতে কাজ করতে যান তাঁর বাবা। কিছু বুঝে ওঠার আগেই ১২ থেকে ১৫টি বন্য হাতির দল তার বাবাকে আক্রমণ করে। এ সময় একটি হাতি পিষ্ট করে তাঁকে। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা বাবাকে মৃত ঘোষণা করেন।’

আরো পড়ুন : ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়
আরো পড়ুন : এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা চট্টগ্রামে

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন, সকাল রাতে ৮টার দিকে কৃষক কাজী আবুল হাশেম আবু পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী পাহাড় নামক এলাকায় তার ধানক্ষেতে কাজ করছিল। এসময় হঠাৎ একদল বন্য হাতি এসে তার ওপর পেছন থেকে আক্রমণ করে। এতে কৃষক আবু গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

শেয়ার করুন