রোজিনাকে হেনস্তা : সীতাকুণ্ড প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ

রোজিনাকে হেনস্তা : সীতাকুণ্ড প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ

চট্টগ্রাম (সীতাকুণ্ড) : সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে শাহবাগ থানায় হস্তান্তরের ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

বুধবার (১৯ মে) সকাল ১১ টায় সীতাকুণ্ড প্রেসক্লাব আঙ্গিনায় অবস্থান নিয়ে সাংবাদিকেরা এ প্রতিবাদ ও বিক্ষোভ করেন।

প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সহ সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, দপ্তর সম্পাদক আবুল খায়ের, প্রেসক্লাবের সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, দিদারুর হোসেন টুটুল, জাহাঙ্গীর আলম, হাকিম মোল্লা, কামরুর ইসলাম দুলু প্রমুখ।

আরো পড়ুন : সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন
আরো পড়ুন : ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার চট্টগ্রামে

যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন অনিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।

সমাবেশে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাকে লাঞ্ছিতকারীদের গ্রেপ্তারের দাবি জানান।