শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি কিন্ডারগার্টেন রক্ষা সম্মিলিত পরিষদের

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি কিন্ডারগার্টেন রক্ষা সম্মিলিত পরিষদের

চট্টগ্রাম : দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়ে কোমলমতি শিশু-কিশোরদের শিক্ষা জীবন অন্ধকারে নিক্ষেপ না করার অনুরোধ জানিয়ে কিন্ডারগার্টেন রক্ষা সম্মিলিত পরিষদ নেতৃবৃন্দ বলেছেন, দেশের চলমান লকডাউনে বারবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার কারনে সমগ্র কিন্ডারগার্টেনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। তারা সরকারের কোন আর্থিক সুযোগ-সুবিধা কিংবা কোন ধরনের প্রণোদনা পাননি। বিষয়টি উপলব্দি করে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিয়ম-নীতি পালনসাপেক্ষে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানানো হয়। বক্তারা বলেন অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে শিক্ষক, অভিভাবকসহ সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়া হয়।

বুধবার (২৬ মে) বেলা ১২টায় চট্টগ্রামের সম্মিলিত পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরী সভায় এবিষয়ে বিস্তারিত আলোচনা সভায় এ আহবান জানান শিক্ষক নেতৃবৃন্দ। সভায় পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. খুরশিদ আলম সভাপতিত্ব করেন।

কিন্ডারগার্টেন খুলে দেয়া বিষয়ে নবগঠিত কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদ এ সভার আয়োজন করে।

আরো পড়ুন : জমি বিরোধ : প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত বোয়ালখালিতে
আরো পড়ুন : মিরসরাই সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল

সংগঠনের সদস্য সচিব লুৎফর রহমান আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা লায়ন দিদারুল ইসলাম, নজরুল ইসলাম খাঁন, কবি সাজিদ মুহাম্মদ ইকবাল, এস এম দিদারুল আলম, সাংবাদিক হাসান মুকুল, শামসুল আলম, সহসভাপতি ড. শেখ এ রাজ্জাক রাজু, আলহাজ্ব রাশেদুল আজম মনজুর, মো. নজরুল ইসলাম, যুগ্মসচিব কাজী সারোয়ার খান মনজু, মো. এনায়েত হোসেন, মো. রফিকুল ইসলাম মল্লিক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ডা. ইসমাইল চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন, ইব্রাহীম খলিল জিকো, মুহাম্মদ ইব্রাহিম রুবেল প্রমূখ।

উপস্থিত বক্তারা

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বার বার ছুটি বাড়িয়ে কোমলমতি শিশু-কিশোরদের শিক্ষা জীবন অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ কর্মকাণ্ডে সরকার স্ব স্ব অর্থায়নে পরিচালিত কিন্ডারগার্টেন ও শিক্ষকদের কোন প্রকার সহযোগিতা না করে এমন সিদ্ধান্তে সরকার কি বুঝাতে চাচ্ছে তা জাতির কাছে স্পষ্ট হওয়া উচিৎ।

অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে কিন্ডারগার্টেন রক্ষায় সম্মিলিত পরিষদ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিতে বাধ্য হবে।

শেয়ার করুন