বায়েজিদে ছিনতাইকারী আটক পুলিশের হাতে

বায়েজিদে পুলিশের হাতে আটক ছিনতাইকারী

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে ছিনতাইকালে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। আটক বেলাল(৩০) অক্সিজেন কসাইপাড়ার ফয়েজ আহমেদের ছেলে।

আরো পড়ুন : দোজখের ভয় দেখিয়ে ছাত্র নিয়ে শিক্ষক গেল দোজখে
আরো পড়ুন : ছৈয়দ চেয়ারম্যানের উপর হামলার নিন্দা পটিয়া আওয়ামী লীগের

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাদার্সা বহুমুখী উচ্চ বিদ্যালরের শিক্ষক তার কন্যা তাসনিয়া ওয়াহি (৩) কে চিকিৎসা করানোর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অক্সিজেন মোড়ে বাসের জন্য ওয়াজেদিয়া ফিলিং স্টেসনের সামনে রাস্তার উপর অপেক্ষা করছিলেন। এসময় শিক্ষকের ডান পকেটে থাকা একটি অপপো এনড্রয়েট মোবাইল সেট ছিনতায়ের জন্য থাবা দিয়ে দৌঁড় পালানোর চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ ছিনতাইকারীকে ধরে তার থেকে ছিনতাইকৃত মোবাইল সেটটি উদ্ধার করে পুলিশ। ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও আটক বেলালের বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন