পাহাড় কাটার অভিযোগে একজন গ্রেফতার চট্টগ্রামে

আটক মিলন হোসেন

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের সাউদার্ণ ইউনির্ভাসিটির পাশে পাহাড় কাটার অভিযোগে মিলন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। আটক মিলন পাবনার চাটমোহরের স্থায়ী বাসিন্দা হলেও আরেফিন নগর এলাকায় বহু বছর যাবৎ বসবাস করছেন। তার বিরুদ্ধে পাহাড় কাটা, মাদকসহ বেশ কয়েকটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

রোববার (৩০ মে) গভীর রাতে মিলন হোসেন (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, আরেফিন নগরে জোহরা একাডেমি নামে একটি স্কুল সংলগ্ন পাহাড় কেটে সমতল করার খবর পেয়ে রাত দেড়টার দিকে থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটাতে থাকা চার থেকে পাঁচ জন ব্যক্তি পালিয়ে গেলেও মিলনকে ধরে ফেলেন পুলিশ।

আরো পড়ুন : সাংবাদিক কলিম সরওয়ারের বড় ভাইয়ের ইন্তেকাল
আরো পড়ুন : বালুভর্তি চান্দের গাড়ির চাপায় যুবক নিহত হাটহাজারীতে

মিলন পাহাড় দখল করে মাটি কেটে তা প্লট আকারে বিক্রির জন্য সমতল করছিল বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।তার বিরুদ্ধে আগেও পাহাড় কাটার মামলা আছে বলে জানান ওসি।

শেয়ার করুন