খাগড়াছড়ি বিএনপির কোন্দল মিটেনি
নেতাকর্মীদের নিয়ে স্বপরিবারে দলত্যাগের হুমকি সমীরণ দেওয়ানের

অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। ছবি : খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে জেলা বিএপির কার্যালয়ে বিএনপির তৃণমুল পর্যায়ের প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

শংকর চৌধুরী, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা বিএনপিতে সমীরণ দেওয়ান এবং ওয়াদুদ ভূইঁয়ার অনুসারিদের বিরোধ দীর্ঘ দিনের। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ খাগড়াছড়ি সফরে ওই বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। কিন্তু খাগড়াছড়িতে সাংগঠনিক সফরে এসে কোন্দল-বিরোধ নিরসনে তিনি কোন উদ্যোগ নেননি। বরং বিপুল সংখ্যক নেতাকর্মীদের মন ভেঙ্গে দিলেন শওকত মাহমুদ-এমন অভিযোগ করেছেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান।

রবিবার (৭ মে) দুপুরে সিভিল সার্জন অফিস সংলগ্ন তার বাসভনে খাগড়াছড়ি বিএনপির তৃণমুল পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ করেন তিন। তিনি বলেন, আমি বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের সাথে কথা বলেই বিএনপির বিভিন্ন উপজেলার ৪-৫শতাধিক নেতকর্মী নিয়ে কর্মী সমাবেশের আয়োজন করেছি।

ভাইস চেয়ারম্যান আমাকে কথা দিয়েছিলেন কর্মী সমাবেশে আসবেন, এসে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়ার সাথে বিএপির যেসকল নেতা কর্মীর দীর্ঘ দিনের যে মান অভিমান ও ভুল বুঝাবুঝি চলছে তা নিরসন করে আগামী নির্বাচনে দলকে আরো শক্তিশালি করার সুযোগ করে দেবেন। কিন্তু তিনি তা না করে আয়োজিত সমাবেশে না এসে খাগড়াছড়ির জেলা বিএনপির নেতা কর্মীদের হতাশ করে চলে গেলেন। যে কাজে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে পাঠিয়েছেন তা তিনি অমান্য করেছেন।

কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আগামী ১ মাসের মধ্যে কেন্দ্রীয়ভাবে কোন সিদ্ধান্ত নেওয়া না হলে সকল নেতা কর্মীকে সাথে নিয়ে বিএনপি থেকে স্বপরিবারে পদত্যাগ করবেন।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে খাগড়াছড়ি জেলা বিএনপিতে কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইঁয়ার অনুসারিদের মধ্যে বিরোধের অভিযোগ পাল্টা অভিযোগ এর মাধ্যমে কোন্দল এখনো চলছে।

এর আগে, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে জেলা বিএপির কার্যালয়ে বিএনপির তৃণমুল পর্যায়ের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে না। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে দেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। জিয়াউর রহমান বন্ধ সংবাদপত্র খুলে দিয়েছেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে আকাশ সংস্কৃতি চালু করেছিলেন।

আর শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের ভিন্নমতের সংবাদপত্র টেলিভিশ ও অনলাইন পত্রিকা বন্ধ করে দেশে আবার একদলীয় শাসন কায়েম করে চলেছে। সরকারই দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। দেশে এখন গণতন্ত্র নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই। জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এ ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিচার বিভাগ, আইন বিভাগ, প্রশাসন, পুলিশ বিভাগসহ সকল সরকারি সংস্থাকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। সুষ্ঠ এবং নিরপেক্ষ পরিবেশে আগামী নির্বাচনে দেশবাসী ভোট দিতে পারলে আওয়ামী লীগ জামানতও হারাবে। এ কারণে বর্তমান  আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলেও বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

অনুষ্ঠিত প্রতিনিধি সভায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির চটগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্রাক্ষ্মণ পাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, মাটিরাঙা উপজেলার ২নং তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, ভাই বোনছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রশান্ত ত্রিপুরা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. সাহেদ সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা কৃষক দলের সভাপতি গফুর আহমেদ তালুকদার, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজী, রামগড় পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আ. রব রাজা, লক্ষীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এসএ করিম, দিঘীনালা উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন চেয়ারম্যান, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি মণীন্দ্র কিশোর ত্রিপুরা ও  প্রবীন চন্দ্র চাকমাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, মংসাথোইয় চৌধুরী, এ্যড. মন্জুর মোরশেদ, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক আয়ুব খান, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, সহ-দপ্তর সম্পাদক আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভা:) জহির আহমেদ, জেলা সেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুর ইসলাম, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা বাস্তহারা দলের সভাপতি নুরুর আলম,  জেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মো. রিয়াসদ এবং জেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন