নেপথ্যে জুয়ার আসর
চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন কার্যালয় সীলগালা

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন কার্যালয় সীলগালা করে দিয়েছে তদন্ত কমিটি।

চট্টগ্রাম : এম.এ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন কার্যালয় বন্ধ (সীলগালা) করে দিয়েছে জুয়ার আসর সংক্রান্ত বিষয়ে গঠিত তদন্ত কমিটি।

বুধবার (২ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন কার্যালয় সীলগালা করে দেওয়া হয়। একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই কার্যালয় সম্পূর্ণ বন্ধ রাখতে কার্যালয়ের সামনে একটি নোটিও সাঁটিয়ে দেয়া হয়।

এর আগে মঙ্গলবার (১ জুন) একজন সহকারী কমিশনারের নেতৃত্বে আকস্মিক এক অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ অর্থ জব্দ করে পুলিশ। এসময় ১৯ জুয়াড়িকে আটক করা হয়।

আরো পড়ুন : হাটহাজারীতে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
আরো পড়ুন : চসিকের অভিযান : সাড়ে ২০ লাখ টাকা হোল্ডিং ট্যাক্স ও ফি আদায়

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করার জন্য সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমানকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট প্রশাসন।

শেয়ার করুন