
চট্টগ্রাম : হাটহাজারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহের নেতৃত্বে হাটহাজারী মডেল থানার একটি চৌকস দল মরহুমের নামাযে জানাযার পূর্বে গার্ড অব অনার প্রদান করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের চৌধুরী শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী বাড়ির মরহুম আবুল খায়ের চৌধুরীর ছেলে।














