লাল কৃঞ্চচূড়ায় স্বাধীনতা!

হাটহাজারী প্রতিনিধিঃ প্রতিবছরের বৈশাখ ও জ্যৈষ্ঠ্য মাস হলো মধু মাস। এ মধু মাসে গাছে গাছে বিভিন্ন প্রজাতির ফল ও ফুল দেখা যায়। নানান ফল-ফলাদির গাছে মধু মাসে ফল ও ফুল আসে। এই ফল সাধারণ মানুষ খেয়ে থাকে। প্রজাপতি যেমন বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে ঠিক তেমনি মানুষও ফল থেকে মধু-মিষ্টি আহরণ করে থাকে। তাই বাংলা বছরের বৈশাখ ও জ্যৈষ্ঠ্য মাসকে আমরা মধু মাস বলে থাকি। সবুজ ছায়া সুজলা-সুফলা শ্যামল বাংলার মাতৃভূমির মাটিতে বিভিন্ন প্রজাতির ফল যেমন আম, জাম, লেচু, কাঁঠাল, আনারস-সহ নানান রকমের ফল সাধারণ মানুষ খাদ্য হিসেবে বেছে নিলেও তার সাথে পাল্লা দিয়ে বিভিন্ন ফল-ফলাদির মতো পথে পথে চোখে পড়ে মানুষের মন মাতানো গাছে গাছে অপরুপ নানান রকম ফুল। এ ফুলের মধু আহরণ করে প্রজাপতি ও মৌমাছিরা। বাংলা মাসের বৈশাখ ও জ্যৈষ্ঠ্য মধু মাসের নানা জাতের ফলের মধু ও মিষ্টি আহোরণ করে মানুষ। এ মধু মাসে বিভিন্ন ফল-ফলাদির সাথে প্রতিযোগিতা মূলকভাবে পাল্লা দিয়ে বিভিন্ন জাতের গাছের ঢালের সবুজ পাতার ফাঁকে উকিঁ মারে কৃঞ্চচূড়া। এই ফুটন্ত ফুল গুলো বাতাসের দোলনায় দোল খাচ্ছে। এতে করে মনে হয় যেন মানুষকে হাতছানি দিয়ে কাছে ডাকছে। বৈশাখ-জ্যৈষ্ঠ্য মাসে বাংলার প্রতিটি গ্রামের মানুষকে হাতছানি দিচ্ছে নানান প্রজাতির ফল ও ফুল। কৃঞ্চচূড়া ফুলে দুপুরের সূর্যের আলো পড়লে সোনালি ঝিলিক উপভোগ করার মজাটাই আলাদা। সোনালি ফুলের মৌ মৌ সুগন্ধ ও বাতাসে সাধারণত পড়ন্ত বিকালে সাধারণ মানুষকে আকৃষ্ট করে থাকে। মৌসুমে ফল-ফুল দূলছে গাছে গাছে। তেমনি বিভিন্ন প্রজাতির ফুল গুলো মানুষকে মনমুগ্ধ করে তুলেছে। দূর থেকে লাল রংরের কৃঞ্চচুড়া ফুল গুলো দেখলে ৭১’র স্বাধীনতায় ঝরে যাওয়া রক্তে কথা মনে করিয়ে দেয়।

এদিকে হাটহাজারী উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে গাছে গাছে নজরে পড়ছে বিভিন্ন প্রজাতির ফুল ও ফল এই ফল ও ফুল গুলো মৌসুমে একবার ফুটে উঠলেও তা আবার নির্দিষ্ট সময়ে ঝড়ে পরে। প্রকৃতি থেকে হারিয়ে যায়।

শেয়ার করুন