বায়েজিদে সাড়ে পাঁচশ লিটার চোরাই তেলসহ ১জন গ্রেপ্তার

আটক সোহেল

চট্টগ্রাম : যানবাহনের ড্রাইভারদের সাথে যোগসাজগে চোরাই পন্থায় তেল ক্রয় করছে একটি শক্তিশালী সিন্ডিকেট_এমন সংবাদের ভিত্তিতে বায়েজিদের টেক্সটাইল, চন্দনগর পশ্চিম পাশে এম আলম পাম্প এলাকা, সাবেক বিজিসি ট্রাস্ট ক্যাম্পাসের বিপরীত এলাকা ও ক্যান্টনমেন্টের পাশের পাম্প এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় সাড়ে পাঁচশ লিটার চোরাই তেলসহ ১ চোরাই তেল ক্রেতাকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে বায়েজিদ বোস্তামী থানার জোবেদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন এলাকা থেকে সাড়ে পাঁচশ লিটার চোরাই ডিজেল ও অকটেনসহ মো. সোহেল (৩৩) নামের এক চোরাই তেল ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক মো. সোহেল (৩৩) বায়েজিদ ফায়ার সার্ভিস সংলগ্ন ড্রাইভার কলোনির আব্দুল মালেক ড্রাইভারের ছেলে।

আরো পড়ুন : বায়েজিদ-ভাটিয়ারি লিংক রোডের দু’পাশে পাহাড়ের বসতি উচ্ছেদ শুরু ১৪ জুন
আরো পড়ুন : দ্বিতীয় বিয়ে করলেন রেলমন্ত্রী

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার সোহেল বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ড্রাইভারদের সাথে যোগসাজসে কমদামে তেল কিনতো। গোপন সংবাদের ভিত্তিতে ৫২০ লিটার ডিজেল ৩০ লিটার অকটেনসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন