কমিউনিটি সেন্টার খুলে না দিলে অমরণ অনশনসহ কঠোর কমর্সূচি

আগামী ১৭ই জুনের মধ্যে কমিউনিটি সেন্টার খুলে না দিলে অমরণ অনশনসহ কঠোর কমর্সূচি দেওয়ার হুশিয়ারি দেন কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল।

শনিবার (১২ জুন) দুপুুুুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীতে প্রায় ২০০টি কমিউনিটি সেন্টার রয়েছে। এ ছাড়াও দেশব্যাপী প্রায় তিন লক্ষাধিক কমিউনিটি সেন্টার রয়েছে। অধিকাংশ কমিউনিটি সেন্টারগুলাে মাসিক ভাড়ার কার্যক্রম পরিচালনা করে আসছে যার ফলে কোভিড-১৯ এরপর থেকে লকডাউনের কারণে কমিউনিটি সেন্টার বন্ধ থাকায় প্রতিমাসে কমিউনিটি সেন্টারের ভাড়া ও কর্মকর্তা এবং কর্মচারীদের বেতনভাতার যােগান দিতে দিয়ে মালিকগণ নিঃস্ব হয়ে পড়ছে। অনেক স্থানে নিরুপায় হয়ে মালিক শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হয়েছে। বহুস্থানে মালিক-শ্রমিক এখন মানবেতর জীবনযাপন করছে। কোভিডের কারণে কমিউনিটি সেন্টার লাগাতার একবৎসর যাবত বন্ধ থাকায় কমিউনিটি সেন্টারের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ এ ব্যবসার সাথে নির্ভরশীল ফুল ব্যবসায়ী, ইভেন্ট ম্যানেজমেন্ট, আলােকসজ্জা, সাংস্কৃতিক গােষ্ঠী, বাবুচি, বয়-বেয়ারা, প্রান্তিক পর্যায়ের অনেক পেশার লােক ও হতদরিদ্র জনগােষ্ঠি আজ সম্পূর্ণ বেকার হয়ে হতাশায় জীবন যাপন করছে। সকলেই প্রতিনিয়ত ভােগান্তি ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। কমিউনিটি সেন্টার ব্যবসার সাথে জড়িত বেশিরভাগই প্রান্তিক জনগােষ্ঠীর মানুষ। এ পেশায় সংশ্লিষ্টরা ফিরে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। ব্যবসাবান্ধব সরকারের নিকট আমরা অনতিবিলম্বে কমিউনিটি সেন্টারগুলাে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে খাবার দােকান, হােটেল-রেস্তোরার মতাে সীমিত আকারে খুলে দেয়ার জোর দাবী জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর নিকট তারা কয়েকটি দাবী পেশ করেন, আগামী ১৭ জুন হতে সকল কমিউনিটি সেন্টার স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া, কমিউনিটি সেন্টার মালিকদের আর্থিক ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রণোদনা প্রদান, কমিউনিটি সেন্টার মালিকদের ব্যাংক থেকে ঋণের সুদ মওকুফসহ সমাজের নৈতিক অবক্ষয় রোধে অস্থিতিশীল পরিবেশ থেকে পরিবারকে রক্ষায় কমিউনিটি সেন্টার খুলে দেওয়ার দাবী জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সালেহ আহমদ সুলেমান, চট্টগ্রাম কমিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ যুগ্ম সম্পাদক রাজন কুমার দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম সাংগঠনিক সম্পাদক এসএম মোস্তফা সহ-সভাপতি নুরুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক যীশু কৃষ্ণ দে যুগ্ম সম্পাদক খোকন দেবনাথ উপদেষ্টা মোঃ মোবারক হোসেন, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম মিল্টনসহ প্রমুখ।

শেয়ার করুন