

চট্টগ্রাম : নগরীর ইপিজেডে চাকরির প্রলোভনে বাসায় আটকে রেখে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ব্যাব।
মঙ্গলবার (১৫ জুন) বাকলিয়ার শাহ আমানত ব্রিজ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ওই তরুণীকেও উদ্ধার করে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী।
আটকরা হলেন-বাঁশখালীর ছনুয়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জসিম উদ্দিন (২৭), একই এলাকার মো. ইজ্জত আলীর ছেলে মো. নুরুল আজিম (২৮), কোতোয়ালীর পাথরঘাটা এলাকার মৃত ফরিদ আহম্মদের ছেলে মো. জাবের আহম্মদ (৪৮) ও বাঁশখালীর পূর্ব চাম্বলের মো. আবু তাহেরের ছেলে মোহাম্মদ নবী (২২)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গত ১৩ জুন ফোরকান নামের এক ব্যক্তি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তার মেয়েকে চাকরির প্রলোভন দেখিয়ে কৌশলে বাড়ি থেকে নিয়ে গিয়ে চট্টগ্রামের একটি বাসায় আটকে রাখে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে মো. জসিম ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে। এ তথ্যের ভিত্তিতে র্যাব এ ঘটনার তদন্ত শুরু করে।
আরো পড়ুন : জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জ
আরো পড়ুন : বান্দরবানে ফিমেল মেন্টরদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
তিনি আরও বলেন, গোপন সংবাদে খবর পায় বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার একটি বাসায় ওই নারীকে আটকে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব ওই বাসা থেকে ৪ জনকে আটক করে। এ সময় ওই নারীকেও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে।