সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ঢাকা

সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ঢাকা

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতিতে সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী শহর ঢাকা। কোনো জেলা থেকে প্রবেশ করছে না বাস। বন্ধ যাত্রীবাহী সব যান। ট্রেনও চলবে সীমিত পরিসরে। শুধু আকাশ পথেই মাত্র কয়েক জেলায় বাধাহীনভাবে চলাচল করা সম্ভব।

মঙ্গলবার (২২ জুন) ভোর ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় শুরু হয়েছে লকডাউন।

সোমবার (২১ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ সার্বিক কার্যাবলী/চলাচলের বিধিনিষেধ আরোপ করে এ প্রজ্ঞাপন জারি করে।

আরো পড়ুন : উপজেলা প্রশাসনের সেবার সাথে পেলেন ফুল-শুভেচ্ছা স্মারক
আরো পড়ুন : হুইপ শামসুল হকসহ ৬ জন বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রজ্ঞাপন অনুযায়ী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলাগুলোতে সার্বিক কার্যাবলী (জনসাধারণের চলাচলসহ) আগামী ২২ জুন সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকেই ঢাকায় কোনো দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন প্রবেশ করতে পারছে না। যদিও বৃষ্টির কারণে যানজট সৃষ্টি হওয়ায় আটকে যাওয়া ঢাকাগামী বাসগুলোকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে কোনো বাস যেতে পারছে না।

শেয়ার করুন