
চট্টগ্রাম : নগরের লালখান বাজার এলাকায় একেখান পাহাড়ে পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গড়ে উঠা অন্তত ৪৭টি ঝুঁকিপূর্ণ বসতি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ৪৭টি পরিবারের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আরো পড়ুন : চট্টগ্রামে ৮ টার পর দোকানপাট বন্ধের নির্দেশ
আরো পড়ুন : পরিমাপে কম তেল দিয়ে জরিমানা গুণল সেবা ফিলিং স্টেশন
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ। পরিবেশ অধিদফতর, পিডিবি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধি, চট্টগ্রাম জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।