সোমবার থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন

ছবি প্রতীকী

চলমান করোনা সংক্রমণ রোধে সোমবার থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। পুরো সপ্তাহজুড়ে চলবে পূর্ণ লকডাউন। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে পোশাক কারখানাসহ শিল্পকারখানা খোলা থাকবে এবং সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম।

এছাড়াও অতি জরুরী সেবাদানকারী প্রতিষ্ঠান, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম লকডাউনের আওতায় থাকবে না।

শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

আরো পড়ুন : শর্ত মানেনি ইসকন, বাতিল হবে প্রবর্তকের সঙ্গে চুক্তি
আরো পড়ুন : চাক্তাই খাল আকস্মিক পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী

তিনি বলেন, ‘আগামী ১ জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন কার্যকর থাকবে। যেহেতু জুন মাস শেষ হয়ে যাচ্ছে, সেহেতু সিদ্ধান্তটি ১ জুলাই থেকে কার্যকর হবে।’

এর আগে সরকারি এক তথ্য বিবরণীতে আগামী ২৮ জুন সোমবার থেকে সাত দিন সারাদেশে কঠোর লকডাউন আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল।

শেয়ার করুন