কঠোর লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী

চট্টগ্রাম : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকট আকার ধারণ করায় জনসচেতনতায় সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার।

এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে বুধবার (৩০ জুন) এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প-কারখানা চালু থাকবে। এছাড়া লকডাউন কার্যকরে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।

তবে সর্বাত্মক লকডাউনে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। এ সময়ে কোনো মুভমেন্ট পাসও দেওয়া হবে না।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সরকার ঘোষিত তিনদিনের সীমিত লকডাউনের আজ শেষ দিন। এ সময়ে পণ্যবাহী গাড়ি ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।

শেয়ার করুন