পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

বান্দরবান : নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৮৬৯ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়ার সামনে থেকে ১শ ৯৫ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে আটক করা হয়।

অন্যদিকে একইদিন বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ১ হাজার ৬৭৪পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত আসামীরা হলো, রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিন্দুপাড়ার মোজ্জাফর আহম্মদের পুত্র আব্দু রহিম (২৫), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর ঘিলাতলী এলাকার খুরশেদ আলম ওরফে বাদল্লার পুত্র রবিউল হোসেন(২৫) ও রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ক্যাজরবিল এলাকার আজিজুর রহমানের পুত্র আবুল কালাম(২৩)।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ শুক্রবার সকালে বান্দরবান জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।