লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল
চট্টগ্রামের হালিশহর ও হাটহাজারীতে করোনায় অর্ধশত মৃত্যু

চট্টগ্রামে হালিশহর ও হাটহাজারীতে করোনায় অর্ধশত মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রাম : করোনানাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর এলাকায় হালিশহরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এ এলাকায় মৃত্যুর সংখ্যা ৫০ জন। কোতোয়ালী এলাকায় ৪৬ জন, পাঁচলাইশ এলাকায় ৩৬ জন এবং চান্দগাঁও এলাকায় ৩৩ জন করোনায় মারা গেছেন।

রোববার (৪ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭১৭ জন। তারমধ্যে মহানগর এলাকায় ৪১৮ এবং উপজেলা এলাকায় ২৩৬ জন।

করোনা সংক্রমণ বেড়ে মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে উল্লেখ করে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকারি নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে উদাসীনতা করোনা সংক্রমণ বাড়ার অন্যতম কারণ।

এদিকে, ১৪ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হাটহাজারী উপজেলায় ৫০ জন। যা শতকরা ৬ দশমিক ৯৭ শতাংশ।

অপরদিকে সীতাকুণ্ড উপজেলায় ২৮ জন, পটিয়া উপজেলায় ২১ জন, বোয়ালখালীতে ২০ জন ও রাউজান উপজেলায় ২০ জন, ফটিকছড়ি উপজেলায় ১৯ জন, সাতকানিয়া উপজেলায় ১৭ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ১৪ জন, মিরসরাইয়ে ৯ জন, লোহাগাড়া উপজেলায় ৯ জন, আনোয়ারায় ৮ জন, চন্দনাইশ উপজেলায় ৮ জন, বাঁশখালী উপজেলায় ৭ জন এবং সন্দ্বীপ উপজেলায় ৪ জন করোনায় মারা গেছেন।

বিশেষজ্ঞদের মতে, করোনায় মৃত্যু হওয়া বেশিরভাগেরই অন্য কোনো রোগ রয়েছে। ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত ও হৃদরোগীদের সতর্ক হতে হবে।

শেয়ার করুন