নাইক্ষ্যংছড়ির ৪ দোকান মালিককে জরিমানা

বান্দরবান : লকডাউনের ৪র্থ দিনে বান্দরবানের নাইক্ষংছড়িতে দোকান খোলা রাখার দায়ে ৪ দোকান মালিককে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুল হক।

রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বাইশারী বাজারে অভিযান চালিয়ে ৪ দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।

দোকান মালিকরা হচ্ছেন- বিধান চন্দ্র ধরের বিকাশ ইজিলোড দোকান, মাচিংনু মার্মা, রুমি চাকের কসমেটিকস ষ্টোর এবং নুরুল হাকিমের ফার্নিচারের দোকান। এদের প্রত্যেককে ৩শ টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এসিল্যান্ড) মোঃ আশরাফুল হক গণমাধ্যমকে জানান, লকডাউন চলাকালীন আদেশ অমান্য করায় দন্ড বিধি অনুযায়ী তাদের কাছ থেকে প্রথম বারের মত জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা দুটোই করা হবে।

আরো পড়ুন : ‘সন্তানের মতোই লালন-পালন করি’

অপরদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে বাইশারী বাজারের মাছ ব্যবসায়ীসহ বিভিন্ন লোকজনের মাঝে মাস্ক ও সাবান বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা।