‘চলতি বছরেই মুক্তি পাচ্ছে জাতির পিতার জীবনভিত্তিক চলচিত্র ‘বঙ্গবন্ধু’

‘চলতি বছরেই মুক্তি পাচ্ছে জাতির পিতার জীবনভিত্তিক চলচিত্র ‘বঙ্গবন্ধু’
‘চলতি বছরেই মুক্তি পাচ্ছে জাতির পিতার জীবনভিত্তিক চলচিত্র ‘বঙ্গবন্ধু’ সংসদে হাছান মাহমুদ

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চলতি বছরেই মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক নির্মিত চলচিত্র ‘বঙ্গবন্ধু’।

গত শনিবার সংসদে ‘বাংলাদেশ চলচিত্র শিল্পী ককল্যাণ ট্রাস্ট বিল- ২০২১ সংসদে পাসের সময় এ কথা বলেন।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই চলচিত্র পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।

আরো পড়ুন : আরও ৭ দিন বাড়তে পারে লকডাউন
আরো পড়ুন : ‘স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা-শরম’ বলতে কিছু নেই’

তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গুরগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ করা হয়েছে।

শেয়ার করুন