
ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চলতি বছরেই মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক নির্মিত চলচিত্র ‘বঙ্গবন্ধু’।
গত শনিবার সংসদে ‘বাংলাদেশ চলচিত্র শিল্পী ককল্যাণ ট্রাস্ট বিল- ২০২১ সংসদে পাসের সময় এ কথা বলেন।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই চলচিত্র পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।
আরো পড়ুন : আরও ৭ দিন বাড়তে পারে লকডাউন
আরো পড়ুন : ‘স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা-শরম’ বলতে কিছু নেই’
তিনি বলেন, ভারতের মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, গুরগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ করা হয়েছে।