
চট্টগ্রাম : স্কুল শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় মহানগর যুবদল সহ-সভাপতি মিয়া মো. হারুন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ জুলাই) মামলা দায়েরের পর রাতেই প্রধান আসামি চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি মিয়া মো. হারুন খানকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
জানা গেছে, গত ৩০ জুন ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকার খান সাহেব আব্দুল হাকিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিয়ের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় এক শিক্ষককে লাঞ্ছিত করেন মিয়া মো. হারুন খান। এসময় বিদ্যালয়ে তাণ্ডব চালানোর পাশাপাশি শিক্ষককে হত্যার হুমকিও দেন।
আরো পড়ুন : এবার গুমানমর্দ্দনে আশ্রয়ণ প্রকল্পে ১ হাজার পোনা অবমুক্ত
পুলিশ জানায়, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় একরাম মিয়ার ভাই যুবদল নেতা মিয়া মো.হারুন খান, আরেক ভাই জানে আলম, মো.মাসুদ, মো.প্রিন্স এবং মো.আল নাহিয়ান বিরুদ্ধে মামলা হয়। যুবদল রেতা হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে।