এবার গুমানমর্দ্দনে আশ্রয়ণ প্রকল্পে ১ হাজার পোনা অবমুক্ত

গুমানমর্দ্দনে আশ্রয়ণ প্রকল্পে পোনা অবমুক্ত
গুমানমর্দ্দনে আশ্রয়ণ প্রকল্পে পোনা অবমুক্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক, (হাটহাজারী) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিনামূল্যে ২ শতক জমিসহ সেমিপাকা ঘর পেয়েছেন ২৬ গৃহহীন ও ভূমিহীন পরিবার।

গৃহ নির্মাণ শেষে গত ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর করেন।

আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের সামনেই রয়েছে এক বিশাল পুকুর। নতুন ঘর পাওয়া এসব ভূমিহীন গৃহহীন মানুষ যাতে পুকুর থেকে আগামী বছর কিছুটা হলেও মাছের চাহিদা পূরণ করতে পারে সেজন্য পুকুরে প্রায় ১ হাজার হালদার পোনা অবমুক্ত করা হয়েছে।

আরো পড়ুন : আরও ৭ দিন বাড়তে পারে লকডাউন
আরো পড়ুন : ডবলমুরিংয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ‍যুবদল নেতা গ্রেপ্তার

রোববার (৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের ব্যক্তিগত উদ্যোগে এসব পোনা অবমুক্ত করা হয়।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী আহসানুল হক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন