চমেকের করোনা ওয়ার্ডে চার ঘণ্টায় ৩ রোগীর মৃত্যু

করোনায় ১১৫ মৃত্যু, শনাক্ত ৮৮২২
ফাইল ছবি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চার ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ২৭ বছর বয়সী, অন্য দুজন ষাটোর্ধ্ব। তাঁরা করোনা পজিটিভ ছিলেন।

রোববার (৪ জুলাই) সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চমেকের রেড জোনে তাঁরা মারা যান।

মারা যাওয়া তিনজন হলেন-রাশেদা আক্তার (২৫), অজিত নারায়ন দাশ (৬৩) ও সালেহা বেগম (৬৫)। এরমধ্যে রাশেদা ২ জুলাই, অজিত ১ জুলাই ও সালেহা বেগম ২৭ জুন ভর্তি চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চমেক হাসপাতাল সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় রাশেদা,৮টা ৪৫ মিনিটে অজিত ও সাড়ে ১০টায় সালেহা বেগম মারা যান।

আরো পড়ুন : পালাক্রমে শিশু ধর্ষণ : খুলশী থেকে আটক ৩
আরো পড়ুন : লকডাউনে চিকিৎসককে জরিমানা : সেই ইউএনও প্রত্যাহার

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ছয়জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৮৯টি নমুনা পরীক্ষা করে ৩৬৯ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় জেলায় সংক্রমণ শনাক্তের হার ৩৪ শতাংশ। আগের দিন ছিল ২৫ শতাংশ।

শেয়ার করুন