[caption id="attachment_73915" align="aligncenter" width="720"]
চোলাই মদসহ ৪জন গ্রেফতার হাটহাজারীতে[/caption]
চট্টগ্রাম (হাটহাজারী) : উপজেলার মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৬০ লিটার চোলাইমদসহ চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক নজুমিয়াহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
এসময় মাদক বহনে একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
আরো পড়ুন : হালদা থেকে ১২০ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার
আরো পড়ুন : চট্টগ্রামে একদিনে রেকর্ড শনাক্ত ৬৬২
আটকরা হলো-হাসান বাবলু, পাইনু মারমা, উয়ইন মারমা, ও শৈওয়াচিং মারমা।
আটকদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত