
হাটহাজারী: চলমান লকডাউনে বাড়ির ছাদে প্রায় ১শ’ জনের খাবার রান্না করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে ২০ হাজার টাকা জরিমানা গুনলেন আয়োজক।
যদিও করোনাকালীন সময়ে জনসমাগম, গাড়ি চলাচল, সামাজিক যে কোন অনুষ্ঠান নিষিদ্ধ।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বরযাত্রী আসার আগে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহর নেতৃত্বে ভ্র্রাম্যমান আদালত।
উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে যুগীরহাট সংলগ্ন একটি বাড়ির ছাদে অনুষ্ঠানটি হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকারি বিধিনিষেধ অমান্য করে বাড়ির ছাদে প্যান্ডেল তৈরি করে বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আমরা অভিযান পরিচালনা করি। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কনেপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে লোকজনের জমায়েত বন্ধ করাসহ প্রয়োজনীয় নির্দেশনা মানতে নির্দেশনা দেওয়া হয়েছে।