চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১টি ল্যাবে দুই হাজার ১০৯টি নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭৭ জন নগরীর এবং ২৩৬ জন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। এদিন মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এর মধ্যে দুইজন নগরীতে এবং সাতজন উজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (৮ জুলাই) জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি নয়াবাংলাকে জানান, নমুনা পরীক্ষা শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৯১৩ জনে। এর মধ্যে নগরীর ৪৮ হাজার ৭৭২জন এবং ১৪ উপজেলার রয়েছে ১৪ হাজার ১৪১ জন।
বিভিন্ন উপজেলার মধ্যে চট্টগ্রামের হাটহাজারিতে সর্বোচ্চ ৫৮ জন শনাক্ত হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে ৩৩, রাউজান ২৭ এবং ফটিকছড়িতে ২০ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৭৪৪ জনে। এর মধ্যে নগরীর ৪৮৬ এবং বিভিন্ন উপজেলার ২৫৮জন