কঠোর লকডাউনের প্রভাব নেই গ্রামাঞ্চলে

মিরসরাই : করোনা সংক্রাণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মিরসরাইয়ে বিভিন্ন বাজারে ব্যাপক সাড়া ফেললেও প্রভাব ফেলে নি গ্রামাঞ্চলের মানুষদের মাঝে।

সরকার ঘোষিত লকডাউনের শুরু থেকে উপজেলার প্রধান সড়কগুলাতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে বেশ সাড়া ফেলছে। তবে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষ ঠিকই বেরিয়ে পড়েছে ঘর থেকে, এমনকি বেশিরভাগ মানুষ মাস্ক পরেনি বরং আগের মতো চুটিয়ে চায়ের দোকানি বা পাড়া মহল্লায় আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে।

উপজেলার বিশ্বদরবার এলাকার মো. তারেক এক ব্যাক্তিকে ফোন দিয়ে স্থানীয় পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, এখানে লকডাউনের কোনো প্রভাব নেই। তিনি জানান, শতকরা ২% লোকের মুখে মাস্ক নেই।

একই সময়ে মিঠাছরা এলাকার রিফাত ইবনে হোসেন নামে এক তরুণ ব্যবসায়ীকে ফোন দিয়ে এলাকার পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, অতীতেও লকডাউনের গ্রামাঞ্চলের মানুষকে প্রভাব ফেলতে পারেনি, এখনো একই পরিস্থিতি। মানুষ দিব্বি চায়ের দোকানে বিভিন্ন এলাকায় আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে। আর যে যার প্রয়োজনমতো কাজ করছে, লকডাউনের কারণে শহর থেকে পরিবারের কাছে চলে আশা মানুষগুলোও সময় কাটাচ্ছে হাটবাজারে।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন বলেন, মানুষ নিজ থেকে সচেতন না হলে কেউ কিছু করতে পারবে না। এটা সত্যি গ্রামের মানুষ এখনো করোনাভাইরাস নিয়ে অনেকটা উদাসীন। তারা কেউ কেউ মাস্ক পরতেও আগ্রহী নয়।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান বলেন, করোনা সংক্রামণ রোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে আমরা মাঠে কাজ করছি। স্বাস্থ্যবিধি মেনে না চলায় অনেককে জরিমানাও করা হচ্ছে। কিন্তু মানুষ সচেতন না হলে প্রশাসনের পক্ষে কতটুকু সম্ভব। উপজেলার যেভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন সচেতন না হলে সামনের দিনগুলোতে আরো বিপর্যয় হতে পারে।