

বান্দরবান : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় ৫ হাজার ৬শ ২১ জন গরীব ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাউল) প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গনে গরীব, কর্মহীন ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার ভিজিএফ চাউল প্রদান করা হয়।
এসময় বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই মানবিক ঈদ উপহার (ভিজিএফ চাউল) প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আরো পড়ুন : স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন
আরো পড়ুন : সীতাকুণ্ডে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পৌর সচিব তৌহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, কাউন্সিলর মংমংসিংসহ প্রমুখ।
এসময় বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বৈশ্বিক মহামারি কোভিড ১৯ করোনা শুরু থেকে বান্দরবানের ক্ষতিগ্রস্থ ও কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান অব্যাহত রয়েছে। এখন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পৌরসভার গরীব, কর্মহীন ও দু:স্থ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাউল) প্রদান করা হচ্ছে। এসময় মন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশাবলী প্রতিপালনের জন্য আহবান জানান।
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান, পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচীর আওতায় দু:স্থ ও কর্মহীন ৫ হাজার ৬ শত ২১ পরিবারের মাঝে প্রতিজনকে ১০ কেজি করে চাউল প্রদান করা হবে।
তারমধ্যে, ১নং ওয়ার্ডে ৪৯২, ২নং ওয়ার্ডে ৪৯৮, ৩নং ওয়ার্ডে ৪৫৭, ৪নং ওয়ার্ডে ৫২৫, ৫নং ওয়ার্ডে ৬২২, ৬নং ওয়ার্ডে ৮৯০, ৭নং ওয়ার্ডে ৪৩৬, ৮নং ওয়ার্ডে ৫০৪, ৯নং ওয়ার্ডে ৭৩১, মেয়রের নিকট ৩৪০ এবং পরিচ্ছন্ন কর্মীদের ১শ ২৬জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রতিজনকে ১০ কেজি করে ভিজিএফ চাউল প্রদান করা হবে।