

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবিটরে জন্ম নেওয়া অজগর সাপের ২৮টি বাচ্চা সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্য সচিব (সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী, চট্টগ্রাম) মো. রুহুল আমিন, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শুভ, বন বিভাগের সীতাকুন্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের রেঞ্জার জনাব মো. আলমগীরসহ সীতাকুণ্ড ইকোপার্কের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, গত ২২ জুন চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবেটরে রাখা ৩১টি ডিমের মধ্যে ২৮ডিম ফুটে সাপের বাচ্চা বের হয়েছিল। এই অজগর সাপের বাচ্চাগুলোর জন্মের জন্য ৬৭ দিন অপেক্ষা করেছে কর্তৃপক্ষ। সাপের ডিম যেন নষ্ট না হয়ে যায় সেকথা ভেবে ২০১৯ সালে পরীক্ষামূলকভাবে হাতে তৈরি ইনকিউবেটর প্রয়োগ শুরু হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়।