আগ্রাবাদের মাদক বিক্রেতা মুন্নি আটক

আগ্রাবাদের মাদক বিক্রেতা মুন্নি আটক

চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে কোহিনূর বেগম মুন্নি (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে পেট্রোলিয়াম জেলির ভেতরে লুকানো ৫০পিচ ইয়াবা পাওয়া গেছে।

আটক মুন্নির স্বামীও একই এলাকার মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে অন্তত ৩টি করে মামলা রয়েছে।

আরো পড়ুন : শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে অর্থদন্ড
আরো পড়ুন : স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। তিনি বলেন, মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে থেকে ডবলমুরিং থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা মুন্নিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশকে ফাঁকি দিতে ইয়াবাগুলো পেট্রোলিয়াম জেলির ভেতরে বিশেষ কৌশলে লুকানো ছিল। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। মুন্নির স্বামী খোকনও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধেও ৩টি মামলা রয়েছে। এলাকায় তারা মাদক দম্পতি হিসেবেই পরিচিত।

শেয়ার করুন