শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে অর্থদন্ড

শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে অর্থদন্ড
শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে অর্থদন্ড

চট্টগ্রাম (হাটহাজারী) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে রাকিব (২১) নামে এক যুবককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ জুলাই) উপজেলার বড়দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

দন্ডিত রাকিব চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় দিঘির উত্তর পাড় ইলিয়াছ মেম্বার বাড়ির মো. এমরানের ছেলে।

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শিক্ষার্থী গত তিন বছর ধরে ঐ এলাকায় প্রাইভেট পড়াতে যায়। গত কয়েকমাস ধরে আসা যাওয়ার পথে কয়েকজন ছেলে ওই শিক্ষার্থীদের ইঙ্গিত করে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ও অশালীন কথা বলে উত্ত্যক্ত করে আসছিল।

আরো পড়ুন : স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন
আরো পড়ুন : অজগরের ২৮ বাচ্চা সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত

বুধবার (১৪ জুলাই) ওই দুই শিক্ষার্থীর একজন রাস্তা দিয়ে যাওয়ার সময় আটক ইভটিজার রাকিবসহ আরও দুই-তিন যুবক একই কাজ করছিল। ভুক্তভোগী প্রতিবাদ করলে তার সাথে ঝগড়া শুরু করে দেয়। এসময় সে পুলিশের ভয় দেখালেও ছেলেগুলো ক্ষান্ত হয়নি। পরে মেয়েটি থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাকিব নামের ঐ ছেলেকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার বিস্তারিত জেনে উপস্থিত ব্যক্তিগণের সাক্ষ্যগ্রহণ ও অভিযুক্তের দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আদালত ওই ইভটিজারকে কঠোরভাবে সতর্ক করেন। পরে আদালত ওই অভিযুক্তকে তার অভিভাবকের জিম্মায় দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ জানান, অভিযুক্ত দুই বছর বিদেশে থাকার পর গত পাঁচ মাস আগে দেশে আসে। সে আবার বিদেশ চলে যাবে। গত চার-পাঁচ দিন ধরে রাকিব মেয়েগুলোকে উত্ত্যক্ত করছে বলে স্থানীয়রা। সার্বিক বিষয়, বিবেচনা করে ভ্রাম্যমাণ আদালত তাকে এই শাস্তি দিয়েছে।