খাগড়াছড়ি : রামগড়ে সাপের কামড়ে তাহমিনা আক্তার (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় রামগড় ইউনিয়ন পরিষদের দক্ষিণ লামকুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী রামগড় ১নং ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের দক্ষিণ লামকুপাড়া গ্রামের আবু তাহের সওদাগরের ছোট মেয়ে। সে দক্ষিণ লামকুপাড়া চাঁদপুরী নুরানী ফোরকানিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
আরো পড়ুন : স্বাস্থ্য সেবায় প্রধানমন্ত্রীর ৪ এ্যাম্বুলেন্স উপহার
আরো পড়ুন : শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে যুবককে অর্থদন্ড
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাস্তার পাশের লেবু গাছ থেকে লেবু সংগ্রহ করতে গেলে তাকে সাপে কামড় দেয়। বাড়িতে এসে সে বিষয়টি কাউকে জানায়নি। রাতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।