নারী স্কাউট সদস্য লাঞ্ছিত : সাংবাদিক রিমনের বিরুদ্ধে মামলা

রিমন পালিত

বান্দরবান : মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা নারী স্কাউট সদস্যকে লাঞ্ছিত এবং পরবর্তীতে ওই স্কাউট সদস্যের বাসায় গিয়ে মারধরের চেষ্টার অভিযোগে বিজয় টিভির বান্দরবান জেলা প্রতিনিধি রিমন পালিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই ভুক্তভোগীর মা।

পুলিশ সুত্র জানায়, ঘটনার পরবর্তীতে স্কাউট সদস্য সুমাইয়া আক্তারের মা খ্যই সাং প্রু মারমা বাদী হয়ে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করে।

এদিকে মামলা পরবর্তীতে পুলিশ ঘটনার আসামী রিমন পালিতকে গ্রেফতার অভিযান শুরু করে।

আরো পড়ুন : কোরবানির পশুবাহী ট্রাক চালককে প্রকশ্যে গুলি করে হত্যা
আরো পড়ুন : গুলিতে আত্মহত্যা পুলিশ সদস্যের!

স্কাউট সদস্য সুমাইয়া আক্তারের মা খ্যই সাং প্রু মারমা জানান, গত ১২জুলাই বান্দরবানে প্রশাসনের সাথে সহযোগিতা করার লক্ষ্যে জনগনকে মাস্ক পড়তে উদ্ভুদ্ধ করার অভিযানে যোগ দেয় জেলা সদরের বেশ কিছু স্কাউট সদস্য। এসময় স্কাউট সদস্য সুমাইয়া আক্তার বিজয় টিভির বান্দরবান জেলা প্রতিনিধি রিমন পালিতকে শহরের চৌধুরী মার্কেট এলাকায় মুখে মাস্ক পড়তে অনুরোধ করলে সে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে এবং স্কাউট সদস্যদের সাথে অশালীন আচরণ শুরু করে।

পরে স্কাউট সদস্য সুমাইয়া আক্তার এর বাড়ীতে গিয়ে তাকে লাঞ্চিত করে এবং মারধর করার চেষ্টা করে।

এদিকে ঘটনার পরপরই বিষয়টি প্রশাসন ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে সুমাইয়া আক্তারের মা খ্যই সাং প্রু মারমা বাদী হয়ে বান্দরবান সদর থানায় রিমন পালিতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম চৌধুরী জানান, গৃহে অনধিকার প্রবেশ, মারপিট করে সাধারণ জখম এবং ভীতি প্রদর্শনের অপরাধে রিমন পালিতের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেছে স্কাউট সদস্য সুমাইয়া আক্তার এর মা।

ওসি আরো জানান, মামলার পর থেকেই আসামীকে গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ।

এদিকে বিজয় টিভির বান্দরবান জেলা প্রতিনিধি রিমন পালিত এর এমন আচরণে ক্ষোভ জানিয়েছে বান্দরবানের সাংবাদিক সমাজ। বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক জানান, রিমন পালিত যা করেছে তা সাংবাদিক সমাজের জন্য একটি লজ্জাজনক কাজ। সড়কের সামান্য কথাকাটির জন্য একজন স্কাউট সদস্য এর বাসায় গিয়ে তাকে মারধরের চেষ্টায় আমরা সাংবাদিক সমাজ লজ্জিত।

বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক আরো জানান, যেহেতু রিমন পালিতের বিরুদ্ধে একটি মামলা হয়েছে সেহেতু পরবর্তী আইন মোতাবেক যে ব্যবস্থা নেয়া হবে সেটাই সকলকে মেনে নিতে হবে।