চট্টগ্রাম : মিরসরাইয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার মূল হোতা লিটন ধরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার দক্ষিণ তালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
গ্রেপ্তার লিটন বান্দরবান বাইন্যাপাড়া এলাকার শংকর ধরের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১৩ মে ১২ বছর বয়সী শিক্ষার্থী জবা (ছদ্মনাম) স্থানীয় দোকানে স্কুলের অনলাইন ক্লাসের খাতা কলম আনতে গেলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা লিটন ধর ও তার সঙ্গীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিমকে বারইয়ারহাটের একটি হোটেলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের বিকৃত চিত্র মোবাইলে ধারণ করে সোস্যাল মিডিয়াসহ ধর্ষিতার আত্মীয়-স্বজনের মুঠোফোনে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে । পরে ১৮ মে র্যাব সদস্যরা অপহৃত ওই স্কুল ছাত্রীকে রামু চা বাগিচা লাকীমোরের টেক থেকে উদ্ধার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, লিটন ধর নামে ওই আসামীকে এলাকায় দেখতে পেয়ে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। ভিকটিমের মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ মামলার আরো ৪ আসামী পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।