প্রধানমন্ত্রীর ত্রাণের কথা বলে চেয়ারম্যান দ্বারা মারধরের অভিযোগ

বান্দরবান : প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ দেওয়ার কথা বলে ঘর থেকে ডেকে এনে স্থানীয় এক বাসিন্দাকে বেদড়ক মারপিঠ করার অভিযোগ উঠেছে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

এই ঘটনায় সদর চেয়ারম্যান ও মহিলা ইউপি মেম্বারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বাসিন্দা।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড রসুলপুর এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে মো: সোহেলকে (৩৩) নিজ বাড়ি থেকে চৌকিদারের মাধ্যমে ডেকে আনেন সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার।

সোমবার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে পরিষদে প্রবেশ করার সাথে সাথে চেয়ারম্যান তার হাতে থাকা ডিসের (ক্যাবল) তার দ্বারা সোহেলের উপর এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে সোহেলের পিট, পা, বুকসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। পরে খবর পেয়ে সোহেলের মামা মামুনুর রশিদ তাকে পরিষদ থেকে উদ্ধার করে নিয়ে যায় সোহেলকে।

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার মারপিটের কথা অস্বীকার করেন। তবে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ হয়েছে বলে শুনেছেন, প্রতিপক্ষ তাকে ঘায়েল করার জন্য মিথ্যা প্রপাগন্ডা ছড়াচ্ছে বলে দাবী করেন তিনি।

আর এদিকে পরিষদের লাগোয়া সড়কের কয়েকজন পথচারি জানান, সোমবার ৩টার দিকে পরিষদ থেকে চিৎকার আর মারপিটের শব্দ শুনতে পাই। তবে তারা জানেনা বিষয়টা কি।