কালুরঘাটে টেম্পু উল্টে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রাম : কালুরঘাটে সিএনজি চালিত টেম্পু উল্টে আবু বক্কর (৫০) নামে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেল ৩ টার দিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর বোয়ালখালী উপজেলার পোপাদিয়া আনন্দের বাড়ির নোয়া মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, নগরীর মেয়ের বাসা থেকে বাড়ি আসার সময় কালুরঘাটের পশ্চিম পাড়ে সিএনজিটি উল্টে যায়। এসময় টেম্পুর যাত্রী আবু বক্করের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, কিছুদিন আগে প্রবাসের কাতার থেকে মেয়ের বিয়ে উপলক্ষে তিনি বাড়িতে আসেন। তার এক পুত্র ও চার কন্যা সন্তান রয়েছে।