জনশূন্য মিরসরাইয়ের সড়ক

ইকবাল হোসেন জীবন, (চট্টগ্রাম) : সরকার ঘোষিত চতুর্থ ধাপের কঠোর লকডাউনের ৪র্থ দিন সোমবার (২৬ জুলাই) মিরসরাই উপজেলার বিভিন্ন সড়কে তেমন যান চলাচল নেই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে মানুষের উপস্থিতি খুবই কম। ভ্রাম্যমাণ আদালত সকাল থেকেই মাঠে রয়েছে।

মিরসরাই সদরে ও বারইয়ারহাটে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশ পথচারীদের গতিবিধি নিয়ন্ত্রণ করছে।

উপজেলার কয়েকটি বাজারে ঘুরে দেখা যায়, মানুষজনের চলাচল খুবই কম। ঔষুধ ও খাদ্যপণ্যের দোকান ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েকটি সিএনজি অটোরিক্সা চলাচল করতে দেখা যায়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কঠোর অবস্থান চোখে পড়ে। তবে কিছু এলাকায় চায়ের দোকান খোলা রাখতে দেখা গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, শুধু বিদেশগামী যাত্রী, হাসপাতালগামী অথবা জরুরি প্রয়োজনে বের হওয়া গাড়ি চলাচল করছে। বিনা প্রয়োজনে বের হওয়া কয়েকটি গাড়িকে মামলা দেওয়া হয়েছে।

মিরসরাই থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, ২টি টিম বিভিন্ন স্থানে টইল অব্যাহত রেখেছে। এছাড়া চট্টগ্রামে প্রবেশ পথে মিরসরাইয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। যারা বিনা কারণে বাহির হয়েছে তাদের সর্তক করে দেওয়া হচ্ছে।