সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডে চট্টগ্রাম

চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড। ফাইল ছবি

চট্টগ্রাম: সংক্রমণের সাথে পাল্লা দিয়ে চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

২০ জুলাই একদিনে চট্টগ্রামে সর্বাধিক ১৫ জনের মৃত্যুর খবর দিয়েছিলেন সিভিল সার্জন।

১১ জুলাই একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত চট্টগ্রামে ৯১৫ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে ১০টি ল্যাবে একদিনে মোট ৩৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১৩১০ জনের মধ্যে নতুন সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১৪ উপজেলায় ৪৭৭ এবং চট্টগ্রাম মহানগরীতে ৮৩৩ জন রয়েছেন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৫২১ জন।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, গত বছরের এপ্রিল থেকে নমুনা পরীক্ষা শুরুর পর থেকে শনাক্তের হিসেবে চট্টগ্রামে একদিনে এটিই সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১৪ জুলাই একদিনে সর্বাধিক ১ হাজার ৩ জন শনাক্ত হয়েছিল। ওইদিন নমুনা পরীক্ষা হয়েছিল ২ হাজার ৮৭৯টি।

নতুন করে আক্রান্তদের মধ্যে আনোয়ারা উপজেলার ৬৭ জন, বোয়ালখালীর ৬৫, পটিয়ার ৫৭, হাটহাজারীর ৫৯, রাউজানের ৫৪ জন বাসিন্দা।

শেয়ার করুন