
চট্টগ্রাম: চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১২ আগস্ট থেকে শুরু হবে। বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭০ টাকা ফি ধার্য করা হয়েছে।
শিক্ষা বোর্ড সুত্র জানায়, ১১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলবে। ৩০ আগস্ট পর্যন্ত ফরম পূরণের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক এসএমএস পাওয়া শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ গণমাধ্যমকে জানান, করোনার কারণে এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। যেহেতু নির্বাচনী পরীক্ষা হবে না সেহেতু এ সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না। ফরম পূরণের কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে হবে।
শিক্ষার্থী বা অভিভাবকদের স্ব-শরীরে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যাবে; যোগ করেন তিনি।