
চট্টগ্রাম: বন্দর থানাধানী সল্টগোলা এলাকা থেকে পার্শ্ববর্তী সকল এলাকায় মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার (৭ আগস্ট) দুপুর ২টা থেকে সহকারি পুলিশ কমিশনার তারেক আজিজের উপস্থিতিতে সল্টগোলা এলাকা থেকে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি যারা মাস্ক পরিধান না করে চলাফেরা করেছেন, তাদের সচেতন করার পাশাপাশি মাস্ক পরিধানে উদ্ধুদ্ধ করা হয়।
একইসাথে দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ থেকে সবাইকে সুরক্ষিত থাকতে যার যার নিজ গৃহ ও আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও সচেতনমূলক পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও করোনার ঊর্ধ্বমুখী হার ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতেও সবাইকে আহবান জানানো হয়।