মুজিববর্ষ: বান্দরবানে মাথা গোজার ঠাঁই হলো প্রতিবন্ধী মোনাফের

মুজিববর্ষ: বান্দরবানে মাথা গোজার ঠাঁই হলো প্রতিবন্ধী মোনাফের।

বান্দরবান (চট্টগ্রাম): মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানে এক প্রতিবন্ধীকে সরকারিভাবে ঘর প্রদান করা হয়েছে। একই সাথে কর্ম সংস্থােনের জন্য খুলে দেয়া হয়েছে দোকানও।

১১ আগস্ট (বুধবার) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গা দানেশ পাড়ায় প্রতিবন্ধী আব্দুল মোনাফকে ঘর ও দোকানের চাবি হস্তান্তর করেন। এছাড়াও তাকে একটি গ্যাসের চুলা,সিলিন্ডার ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী হাতে তুলে দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার সুইটি,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমানসহ এলাকাবাসী এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,মুজিববর্ষ উপলক্ষে বান্দরবানের প্রতিবন্ধী আব্দুল মোনাফকে আমরা সরকারিভাবে ঘর প্রদানের পর তার কমসংস্থানের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে একটি দোকান খুলে দিয়েছি এবং আমরা আশাকরি এই সহায়তার মাধ্যমে তার জীবনে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে।

শেয়ার করুন