চট্টগ্রামে ৪৩ লাখ টাকার মেটাফিটামিনযুক্ত মাদক, গ্রেপ্তার ১

চট্টগ্রাম: নগরীতে মেটাফিটামিন যুক্ত মাদকসহ মো. নুরুল আফছার (৫২) নামের একজন গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে লালদিঘীর মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩০ গ্রাম মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার ১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির।

তিনি জানান, বাজার মূল্য প্রায় ৪৩ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার হন মো. নুরুল আফছার। জিজ্ঞাসাবাদে চন্দনাইশ থানার জনৈক আজিজুর রহমানের কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার মো. নুরুল আফছার (৫২) কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়নের উলুবনিয়া এলাকার শের উল্যাহ বাড়ির মৃত আহম্মদ কবিরের ছেলে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

শেয়ার করুন