করোনা: চট্টগ্রামে মৃত্যু অপরিবর্তিত, সংক্রমণ নিম্নগামী

ফাইল ছবি

চট্টগ্রাম: গত একদিন ২ হাজার ৮৮৩টি নমুনা পরীক্ষা করে ৫৮৯ জনের নমুনায় করোনার ধরণ মিলেছে। এর মধ্যে ৩৩৬ জন মহানগর এলাকায় এবং ২৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একই দিনে মারা গেছেন আরও ৮ জন। এর মধ্যে ১ জন মহানগরের এবং বাকীরা উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সংক্রমণের হার কিছুটা নিম্নগামী। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারে আরও সচেতন হতে হবে।

এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ১০৩ জন; এর মধ্যে ৬৪০ জন নগরের ও ৪৬৩ জন উপজেলার বাসিন্দা।

শেয়ার করুন