চবির স্থগিত পরীক্ষা সোমবার থেকে

চট্টগ্রাম: শিক্ষার্থীদের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষাসমূহ আগামী সোমবার (১৬ আগস্ট) থেকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

যদি মহামারি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য অর্ডিন্যান্স প্রণয়ন করা হবে।

এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস নেওয়া, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি কিরূপ হবে তা নির্ধারণ করার জন্য বিভাগের সভাপতিকে অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে।

তবে শতভাগ টিকা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষাসমূহ সমাপ্তে গঠিত কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) সৈয়দ মনোয়ার আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন